বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সমাপ্তি কর্মসূচি
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির সম্পন্ন হল। এ বছর স্তন্যপান সপ্তাহের মূল প্রতিপাদ্য ছিল “মায়েদের উপযুক্ত শিক্ষা ও সহায়তার মাধ্যমে শিশুকে মাতৃদুগ্ধ প্রদান নিশ্চিত করা।” বৃহস্পতিবার সকাল ১১ টায় সাপ্তাহব্যাপী কর্মসূচির সমাপ্তি উপলক্ষে শিলচর সিভিল হাসপাতালে এক সচেতনতামূলক সভা ও নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি রোটারিয়ান ডাঃ রজত দেব। ইন্ডিয়ান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স, বরাক ভ্যালি শাখার সহায়তায় অনুষ্ঠিত এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ হামিদা এস আহমেদ, ডাঃ জুরি শর্মা, ডাঃ রুহন বিশ্বাস, ডাঃ অর্পিতা দেব, ডাঃ কেশব পাঠিকর প্রমুখ।
চিকিৎসকরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন, একটি নবজাতকের জন্য মাতৃদুগ্ধ কতটা অপরিহার্য এবং এতে কীভাবে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাঁরা জানান, স্তন্যপানে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সুস্থভাবে হয় এবং মায়ের জন্যও এটি স্বাস্থ্যকর। সভায় আলোচিত হয় যে, দুধ খাওয়ানো মায়েদের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে শিশুর জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর দুধ উৎপাদন হয়।

এই সচেতনতা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রশাসনিক চেয়ারপার্সন সুহাষ ধর, আরসিসি নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস, “সক্ষম”-এর সম্পাদক মিঠুন রায় এবং রোটারেক্ট ক্লাব অব গ্রেটার শিলচরের কর্মকর্তারা। পাশাপাশি, শিলচর সিভিল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নাট্যশিল্পী মিঠুন রায়ের নির্দেশনায় “পথিক” নাট্যগোষ্ঠীর পরিবেশিত একটি সচেতনতামূলক নাটক, যেখানে মাতৃদুগ্ধের উপকারিতা সহজ ভাষায় নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।