জনপ্রীয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের প্রতি রোটারি ক্লাব গ্রেটার শিলচরের শ্রদ্ধাঞ্জলি
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : রোটারি ক্লাব গ্রেটার শিলচরের উদ্যোগে কেপিট্যাল ভবনে ক্লাবের কর্যালয়ে সদ্য প্রয়াত জনপ্রীয় সংগীত শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
সভাপতি রোটারিয়ান ডাঃ রজত দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোকসভায় প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সম্পাদক রোটারিয়ান অভিজিৎ পাল, কোষাধ্যক্ষ রোটারিয়ান পুলক দাস, সভাপতি ইলেক্ট রোটারিয়ান মনোজ জৈন জুনিয়র, রোটারিয়ান দেবজ্যোতি ঘোষ, রোটারিয়ান সুহাষ রঞ্জন ধর, রোটারিয়ান রাজা ভট্টাচার্য, বিদায়ী সম্পাদিকা রোটারিয়ান ডাঃ জুরি শর্মা ও রোটারি আরসিসি যুব দর্পণের সম্পাদক দিলু দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
সভায় সভাপতির বক্তব্যে ডাঃ রজত দেব জুবিন গার্গের জীবনী ও তাঁর বহুমুখী অবদান তুলে ধরেন। বিদায়ী সম্পাদিকা রোটারিয়ান ডাঃ জুরি শর্মা প্রয়াত শিল্পীর স্মরণে তাঁর জনপ্রিয় গান “পাখি পাখি” পরিবেশন করেন, যা সভাস্থ উপস্থিতদের আবেগাপ্লুত করে তোলে। শেষে প্রয়াত শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।