সোনাইয়ে ধৃত ভুয়ো চিকিৎসক রৌশন আলি

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : পুলিশের আরও এক ভুয়ো চিকিৎসক। সোনাই থেকে রৌশন আলি নামে এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ তাকে তার সোনাই মতিনগর রোডের ফার্মাসি থেকে পাকড়াও করে।

রৌশন আলি সোনাইয়ের উত্তর মোহনপুর সপ্তম খণ্ডের বাসিন্দা। চিকিৎসা ক্ষেত্রের বৈধ কোন ডিগ্রি না থাকা সত্ত্বেও বেশ কিছুদিন ধরে তিনি মতিনগর রোডের ফার্মাসিতে রোগী দেখে চলছিলেন বলে অভিযোগ।

Spread the News
error: Content is protected !!