ঘুংঘুরে যুবক খুনের ঘটনার অভিযুক্ত রকি দেবের ফাঁসির দাবিতে বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : শিলচর ঘুংঘুর এলাকার বাসিন্দা দেবাশিস দেবের (পিংকু) অভিযুক্ত রকি দেবকে ফাঁসি দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় জনগণ। শনিবার ঘুংঘুর এলাকার জনগণ মেডিক্যাল পয়েন্ট থেকে ভেটেনারি কালীমন্দির পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এ খুনের ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত রকির ফাঁসির দাবি তুলেন।

বিক্ষোভকারীরা জানান, পিংকু দেব পেশায় অটো চালক ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। এই ঘটনার পর তার পরিবার অসহায় হয়ে পড়েছে। তাঁর দুই মেয়ে এবং স্ত্রী বর্তমানে অনাহারে দিন কাটাচ্ছেন, তাদের এই অবস্থা দেখে পুরো ঘুংঘুর এলাকার জনগণ একত্রিত হয়ে পিংকু দেবের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রশাসন সহ স্থানীয় বিধায়ক, মন্ত্রীর কাছে তাঁদের দাবি যে পিংকুর পরিবারের যেকোনো একজন সরকারি চাকরি প্রদান সহ অভিযুক্ত রকি দেবকে ফাঁসির সাজা দেওয়ার জন্য অনুরোধ রাখেন।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি সকালে পিংকু গলি দিয়ে হেটে যাওয়ার সময় প্রতিবেশী রকি দেব (৩৮) আচমকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। এতে গুরুতর আহত পিংকু বাবুকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সকালে পিঙ্কুবাবুর মৃত্যু ঘটে।

ঘুংঘুরে যুবক খুনের ঘটনার অভিযুক্ত রকি দেবের ফাঁসির দাবিতে বিক্ষোভ
ঘুংঘুরে যুবক খুনের ঘটনার অভিযুক্ত রকি দেবের ফাঁসির দাবিতে বিক্ষোভ
Spread the News
error: Content is protected !!