অসমে ১৪ টি আসনের জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট, রেকর্ড রকিবুলের
আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ জুন : অসমের ১৪টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি জোট জয়ী হয় ১১টিতে। তিনটি আসনে কংগ্রেস। এর মধ্যে ধুবড়ি আসনের কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেন দশ লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন মোহাম্মদ বদরুদ্দিন আজমলকে।
যোরহাট আসনে জয়ী হন কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ। ৭,৫১,৭৭১ ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী তপনকুমার গগৈ পেয়েছেন ৬,০৭,৩৭৮ ভোট। নোটায় পড়েছে ১৪,৫৫৫টি ভোট। প্রার্থী ছিলেন চারজন।
গুয়াহাটি আসনে জয়ী বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধি। তিনি পেয়েছেন ৮,৯৪,৮৮৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মীরা বরঠাকুর গোস্বামী পান ৬,৪৩,৭৯৭ ভোট। নোটা ২০,২৪৯ ভোট। প্রার্থী ছিলেন আট জন।
কাজিরাঙা আসনে বিজেপি প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসা জয়ী। প্রাপ্ত ভোট ৮,৯৭,০৪৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রোজিলিনা তিরকি পেলেন ৬,৪৮,০৯৬ ভোট। নোটা ২৪,৪৩১ ভোট। প্রার্থী ছিলেন ১১ জন।
কোকরাঝাড় আসনে ইউপিপিএল এর জয়ন্ত বসুমাতারি ৪,৮৮,৯৯৬ ভোটে জয়ী হন। বিডিএফ প্রার্থী কাম্পো বরগোঁহাই পান ৪,৩৭,৪১২ ভোট। কংগ্রেস প্রার্থী গরজন মাসাহারি পেলেন ১,১৩,৭৮৬ ভোট। নোটা ১৩,৯১২ ভোট। প্রার্থী ১২ জন ছিলেন।
নগাঁও লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রদ্যুত বরদলৈ জয়ী হন। ভোট পেয়েছেন ৭,৮৮,৮৫০। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুরেশ বরা পেয়েছেন ৫,৭৬,৬১৯ ভোট। এআইইউডিএফ প্রার্থী আমিনুল ইসলাম পান ১,৩৭,৩৪০ ভোট। নোটা ১১,৯৯৫ ভোট। প্রার্থী ছিলেন ১৩ জন।
শোণিতপুরে বিজেপি প্রার্থী রঞ্জিত দত্ত জয়লাভ করেন। ভোট পান ৭,৭৫,৭৮০। নিকটতম প্রার্থী কংগ্রেসের প্রেমলাল গুঞ্জু পান ৪,১৪,৪৮০ ভোট। নোটা ১৮,৭৪৮ ভোট। প্রার্থী ছিলেন ৮ জন।
শিলচরে জয়ী বিজেপি প্রার্থী পরিমল শুক্লাবৈদ্য। ভোট পেয়েছেন ৬,৫২,৪০৫। তিনি কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে ভোটে হারিয়েছেন। সূর্যকান্ত পেয়েছেন ৩,৮৮,০৯৪ ভোট। নোটায় পড়ল ১২,৭০০টি ভোট। প্রার্থী ছিলেন ৮ জন।
করিমগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই করে জয়ী হন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। পেয়েছেন ৫,৪৫,০৯৩ ভোট। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী পান ৫,২৬,৭৩৩ ভোট। এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী পেয়েছেন ২৯,২০৫টি ভোট। নোটা ২৯৪০ ভোট। প্রার্থী ছিলেন ২১ জন।
লখিমপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রদান বরুয়া জয়ী হন। ৬,৬৩,১২২ ভোট পেয়েছেন। কংগ্রেস প্রার্থী উদয়শঙ্কর হাজরিকা পান ৪,৬১,৮৬৫ ভোট। নোটা ১৬,৯২১ ভোট। প্রার্থী ছিলেন ৮ জন।
বরপেটা লোকসভা কেন্দ্রে এজিপি ফণীভূষণ চৌধুরী ৮,৬০,১১৩ ভোট পেয়ে জয়ী হন। কংগ্রেস প্রার্থী দীপ বায়ান ৬,৩৭,৭৬২ ভোট পান। সিপিএমের প্রার্থী মনোরঞ্জন তালুকদার পেয়েছেন ৯৬,১৩৮ ভোট। নোটা ২৪৭৭ ভোট। প্রার্থী ছিলেন ১৪ জন।
দরং-ওদালগুড়ি আসনে বিজেপি প্রার্থী দিলীপ শইকিয়া জয়ী। ৮,৬৮,৩৮৭ ভোট পেয়েছেন। কংগ্রেস প্রার্থী মাধব রাজবংশী পান ৫,৩৯,৩৭৫ ভোট। দুর্গাদাস বড়ো বিপিএফ প্রার্থী পেলেন ৩,১০,৫৭৪ ভোট। নোটা পেল ২৩,২০৪। প্রার্থী ছিলেন ১১ জন।
ধুবড়িতে কংগ্রেস প্রার্থী রাকিবুল হুসেন বিশাল জয় পেলেন। প্রাপ্ত ভোট ১৪,৭১,৮৮৫ ভোট । তিনি পরাজিত করেছেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে। আজলম পেয়েছেন ৪,৫৯,৪০৯ ভোট। এজিপি প্রার্থী জাবেদ ইসলাম পান ৪,৩৮,৫৯৪ ভোট। নোটা ১৫,০১৫ ভোট। প্রার্থী ছিলেন ১৩ জন।
ডিব্রুগড় আসনে বিজেপি প্রার্থী সর্বানন্দ সোনোয়াল জয়লাভ করেন। পেয়েছেন ৬,৯৩,৭৬২ ভোট। এজেপি প্রার্থী লুরিনজ্যোতি গগৈ পান ৪,১৪,৪৪১ ভোট। আপ প্রার্থী মনোজ ধনোয়ার পেলেন ১,৩৭,৮৬৪ ভোট। নোটা ৩২,২৫৫ ভোট। প্রার্থী ছিলেন তিনজন।
ডিফু আসনে জয়ী হন বিজেপি প্রার্থী অমরসিং টিসু। পেয়েছেন ৩,৩৪,৬২০ ভোট। নির্দল প্রার্থী জেআই কাথার পান ১,৮৭,০১৭ ভোট। কংগ্রেস প্রার্থী জয়রাম এংলেং পেলেন ১,২৪,০১৯ ভোট। নোটা ১৬,২৫৯ ভোট। প্রার্থী ছিলেন ৫ জন।