শ্রীভূমি সফরে আসছেন রাজ্যের মুখ্য সচিব রবি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ জুলাই : রাজ্যের মুখ্য সচিব ড. রবি কোটা ১১ ও ১২ জুলাই শ্রীভূমি জেলার দুই দিনের সফরে আসছেন। এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে।
নেতৃস্থানীয় নাগরিক ও জন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ১২ জুলাই_____
সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ১২ জুলাই শনিবার সকাল ১১টায় মুখ্য সচিব জেলার আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে নেতৃস্থানীয় নাগরিক, জনপ্রতিনিধি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকে জেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যার সমাধান এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে এ তথ্য জনসংযোগ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে।