রিভার পুলিশ ফাঁড়িও সংযুক্ত কাছাড়ে, লক্ষীপুর পর্যন্ত অনুশীলন এএসপির
বরাক তরঙ্গ, ৭ জুলাই : কাছাড়ের আইন-শৃঙ্খলা সহ জরুরীকালীন পরিসেবা দেওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগোলো কাছাড় পুলিশ।রাজ্য পুলিশের মুখ্য কার্যালয়ের তরফে প্রদান করা একটি ইঞ্জিন চালিত অধ্যানুধিক নৌকার সোমবার বরাক নদীতে ড্রাইভ অনুশীলন করলেন পুলিশ সুপার নোমাল মাহাতো সহ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। ইঞ্জিন চালিত এই অত্যাধুনিক বোটের পাশাপাশি একটি রিভার পুলিশ ফাঁড়িও সংযুক্ত হল কাছাড় জেলায়।

সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো সংবাদ মাধ্যমকে জানান, এই অত্যাধুনিক মানের বোটের সহায়তায় জেলা পুলিশ সোমবার শিলচর সদরঘাট থেকে লক্ষীপুর পর্যন্ত নদী পথে যাত্রা করে একটি অভিযানের অনুশীলন করেছে। যা সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতে যেকোনো পরিস্থিতিতে এই ইঞ্জিন চালিত বোট ব্যবহার করা সম্ভব হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সদরঘাট থেকে লক্ষীপুর পর্যন্ত অত্যাধুনিক এই বোটে মাত্র ১ ঘণ্টা ১০মিনিটের মধ্যে যাত্রাকে সফল করতে সক্ষম হয়েছে। এখন থেকে জেলার বরাক নদী তীরবর্তী অঞ্চলে নজরদারি করতে বোটটি পুলিশের জন্য অনেক সহায়ক হবে বলেও জানিয়েছেন নোমাল মাহাতো। অনুশীলন অভিযানে এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনী সহ কাছাড় পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।


রাজ্য পুলিশের মুখ্য কার্যালয়ের তরফে প্রদান করা ইঞ্জিন চালিত অধ্যানুধিক বোটের মাধ্যমে শুধু কাছাড় নয় গোটা বরাকবাসী আগামীতে উপকৃত হবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন পুলিশ সুপার।নদী পথে চলে থাকা অসামাজিক কার্যকলাপ ও চোরাং কারবারীদের বিরুদ্ধে এই বোটটি এক বিশেষ ভূমিকা পালন করতে পুলিশকে সহায়তা করবে। এছাড়াও বরাক নদীর উপর তৈরী সেতু থেকে অনেক দুর্ঘটনা ঘটে থাকে এবং দুর্গা পূজার প্রতিমা বিসর্জনের সময়ও ঘাটে জনসমাগম উপচে পড়ে। গোটা পরিস্থিতিতে এই বোটটি ব্যবহার করে জরুকালীন সেবায় অনেক উপযোগী হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো।