শিলচরের ৯ নম্বর ওয়ার্ডে রাইজের দলের কমিটি গঠন
বরাক তরঙ্গ, ২ আগস্ট : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে রাইজের দল তাদের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে শনিবার ৯ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করে। উদারবন্দ কেন্দ্রের ইটখোলা খাসিয়াপট্টি এলাকায় আয়োজিত এক সভায় এই ওয়ার্ড কমিটি গঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাইজের দলের কাছাড় জেলা সভাপতি জাবেদ মিয়াঁদাদ লস্কর। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জাবেদ মিয়াঁদাদ বলেন,”রাইজের দল শিলচরের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জনগণ আমাদের উপর আস্থা রাখছে, এবং আমরা নির্বাচনে লড়ে জয়ী হব।” তিনি এও বলেন, “অখিল গগৈ একজন সাহসী নেতা। স্মার্ট মিটার ইস্যুতে তিনি জনগণের স্বার্থে মুখ খুলেছেন। তাঁর প্রতিবাদের ফলেই সরকার স্মার্ট মিটার প্রকল্প থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।”
এদিন ৯ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় সেলিম উদ্দিনকে এছাড়াও কমিটিতে আরও অন্যান্য পদে নির্বাচিত করা হয় আরো বেশ কয়েকজনকে।
উপস্থিত ছিলেন মনমঙ্গল নাথ শাস্ত্রী, অনিতা সিং, আবিদা বেগম, মধুমিতা সিং, ফিরোজা বেগম, সাকিল আহমেদ, মিনাল মজুমদার ও সকিল উদ্দিন প্রমুখ।