তৃণমূল কংগ্রেস ছাড়লেন রিপুন বরা, ফিরতে পারেন কংগ্রেসে

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেস ছাড়লেন রাজ্য সভাপতি রিপুন বরা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই দল ত্যাগ করেন বরা। তৃণমূল কংগ্রেসের সভাপতি ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। চিঠিতে তিনি দলের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

পদত্যাগপত্রে তিনি বলেন, “আমি সর্বদা মমতা দিদি এবং দলের শীর্ষ নেতৃত্বের কাছে কৃতজ্ঞ যে তারা আমার প্রতি আস্থা দেখিয়েছে এবং আমাকে সভাপতির মতো সম্মানজনক পদে নিয়োগ দিয়েছে। আমি আমার বিবেকের কাছে বিজেপি শাসন বন্ধ করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলাম।

এরপর দল আমাকে অসমের সভাপতির দায়িত্ব দেয়। আমি তৃণমূল কংগ্রেসে সদস্যপদ নিয়োগ অভিযান শুরু করি যখন আমি সভাপতির দায়িত্ব গ্রহণ করি। বিভিন্ন গঠনমূলক পদক্ষেপও নিয়েছি। যাঁরা এই কাজে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

তৃণমূল কংগ্রেস ছাড়লেন রিপুন বরা, ফিরতে পারেন কংগ্রেসে

উল্লেখ্য, রিপুন বরা ২০২২ সালের ১৭ এপ্রিল ভারতীয় জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। এরই মধ্যে রিপুন বরাসহ দলের একাধিক নেতা পদত্যাগ করেছেন। সাধারণ সম্পাদক অরূপজ্যোতি ভূঁইয়া, প্রশাসনিক সাধারণ সম্পাদক গজেন্দ্র প্রসাদ উপমন্যু এবং জুলফিকার হুসেনও তৃণমূল কংগ্রেস ছেড়েছেন।

বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ভাঙন দলের জন্য বিরাট ক্ষতি বলে মনে করা হচ্ছে। রিপুন বরা তৃণমূল থেকে মুক্ত হয়ে কংগ্রেসে ফিরতে প্রস্তুত বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তৃণমূল কংগ্রেস ছাড়লেন রিপুন বরা, ফিরতে পারেন কংগ্রেসে

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানাননি রিপুন বরা। তবে কেউ কেউ বলছেন, রিপুন বরার কংগ্রেসে যোগ দিতে কোনও আপত্তি নেই। কংগ্রেসে ফিরতে পারেন রিপুন বরা!

Author

Spread the News