দায়িত্ব নিলেন পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী রীনা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১২ আগস্ট : উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী পদে দায়িত্বভার গ্রহণ করলেন নবনির্বাচিত সভানেত্রী রীনা সিনহা। পাথারকান্দি ব্লক কার্যালয়ে এক সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে এই দায়িত্বভার গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দি বিজেপি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা, নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েত সভাপতি, ওয়ার্ড সদস্য, সহ-সভাপতি এবং স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা।

দায়িত্বভার গ্রহণের পর উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার সঙ্গে রীনা সিনহা বলেন, পাথারকান্দির উন্নয়নের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মৎস্য পরিশ্রম আজ সবার চোখে স্পষ্ট। আমি তাঁর এই উন্নয়নযজ্ঞের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। সকলের সহযোগিতায়, আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব, যাতে আমাদের আঞ্চলিক পঞ্চায়েত আগামী পাঁচ বছরে একটি অনুকরণীয় উদাহরণ হয়ে ওঠে।মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, আপনাদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতাই পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ডকে আগামী পাঁচ বছরে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের দিক থেকে রাজ্যের মধ্যে এক আকর্ষণীয় মডেল হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। সেই মানসকতা নিয়ে সমাজের উন্নয়নে কাজ করে যাওয়ার আহবান করেন।

এদিন একই অনুষ্ঠানে মানিক চন্দ্র দেবনাথ আঞ্চলিক পঞ্চায়েতের সহ সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দি ব্লকের বিডিও অজয় কার্কী ছেত্রী, যিনি নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন।

Spread the News
error: Content is protected !!