আরজি কর কাণ্ড : বাজারিছড়ায় প্রতিবাদী মিছিল
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : কলকাতার আরজি কর মেডিক্যালে হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠলো বাজারিছড়ার এলাকার কালাছড়া স্টুডেন্টস ক্লাব। শুক্রবার সন্ধ্যার পর ছাত্র সংস্থার উদ্যোগে স্থানীয় কয়েক শতাধিক পড়ুয়া সহ মহিলাদের নিয়ে একটি বিশাল প্রতিবাদী র়্যালি বের হয় কালাছড়া পানীয় জল প্রকল্পের সামনে থেকে। হাতে হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা মিছিল। এদিন তরুণী চিকিৎসককে ধর্ষণ সহ নৃশংস ভাবে খুন কান্ডের সুবিচারের দাবিতে সরব হয়ে উঠেন ছাত্র-ছাত্রী সহ উপস্থিত মহিলারা। র্যালিটি কালাছড়া থেকে শুরু হয়ে বাজারিছড়া রাজপথ পরিক্রমা করে থানা সংলগ্ন এলাকা থেকে ফিরে এসে বাজারিছড়া তেমাথাস্থিত নেতাজি মূর্তির সামনে পৌঁছে সমাপ্ত হয়। পরে সেখানে সবাই জমায়েত হয়ে হাতে মোমবাতি নিয়ে মৌন অবলম্বন করে প্রতীকী প্রতিবাদ জানান।
এদিনের প্রতিবাদী কর্মসূচীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টুডেন্টস ক্লাবের সভাপতি বিশ্ব চন্দ, সাধারণ সম্পাদক নিরুপম পাল, আকাশ পাল, প্রিতম পাল, নেতাজি সংঘের সাধারণ সম্পাদক অমিত দেব, ববিতা গুন, রুশি দেব, রাখী নাগ, টিংকু দে, বন্ধনা গুন, দীপিকা ধর, তমা দেব, মন্দিরা দাস, পূজা দে, পম্পি দাস প্রমুখ।