শ্রীভূমিতে শিক্ষা বিভাগীয় আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক শিক্ষামন্ত্রীর
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : রাজ্যের শিক্ষা বিভাগের মন্ত্রী ডা. রনোজ পেগু বুধবার শ্রীভূমি শহরে এসে বিকাল ৫ টায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের উপস্থিতিতে শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরামবাম, সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম এবং স্কুল সমুহের পরিদর্শক নিলমজ্যোতি দাস ও শিক্ষা বিভাগের অন্যান্য অধিকারিকদের সাথে এক পর্যালোচনা বৈঠক করেন। শিক্ষা বিভাগের এই পর্যালোচনা বৈঠকে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের পর্যাপ্ত উপস্থিতির হার নিশ্চিত করতে সংশ্লিষ্ট অধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। জেলার যে সব অঞ্চলের বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম তার সঠিক কারনগুলি নির্ধারণ করে সেগুলিকে শুধরে নিতে এবং ছাত্রছাত্রীদের স্কুলে আসার প্রতি আকৃষ্ট করে তুলতে সচেতনতা তৈরী করার জন্য বিভাগীয় অধিকারিকদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
এছাড়া গুণোৎসবের সময় বাহ্যিক মূল্যায়করা স্কুলগুলো পরিদর্শনের সময় যেসব পরিকাঠামোগত ত্রুটিগুলি চিহ্নিত করে সেগুলি সমাধান করতেও বিভাগীয় অধিকারিকদের নির্দেশ দেন। পাশাপাশি বিদ্যালয়গুলির স্মার্ট ক্লাসগুলো যেন ১০০ শতাংশ চালু থাকে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেন। স্কুলগুলির একত্রিকরণের জন্য যেসব ত্রুটি রয়েছে সেগুলি অতিসত্বর সমাধানের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকরা যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন। ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যাহ্ন ভোজন যেন পর্যাপ্ত পরিমানে বিতরণ করা হয় সেই ব্যাপারেও বিভাগীয় অধিকারিকদের তদারকি করার নির্দেশ দেন।
শিক্ষা সেতু অ্যাপ সংক্রান্ত যে কোন সমস্যা বা ত্রুটি বিচ্যুতি সম্পর্কে মন্ত্রীকে অবগত করালে তিনি সেই অ্যাপের ত্রুটিগুলি সমাধান করার আশ্বাস দেন। এই বৈঠকে আধিকারিকরা শিক্ষা বিভাগের বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়েও মন্ত্রীকে অবগত করান এবং প্রত্তুত্তরে মন্ত্রী সেইসব সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন। বৈঠকে মন্ত্রী আরও বলেন যে শিক্ষা বিভাগের বর্তমানে গৃহীত পরিকল্পনা গুলি বাস্তবায়িত করতে বিভাগের তরফ থেকে সম্পূর্ণ প্রচেষ্টা চালানো হচ্ছে। এদিনের বৈঠক শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষা বিভাগের উন্নয়নে গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবগত করেন।