গুয়াহাটি থেকে ফিরে সোজা মুখ্যমন্ত্রীর সভাস্থল মুণ্ডমালা মাঠে মন্ত্রী কৃষ্ণেন্দু, খতিয়ে দেখলেন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : পাথারকান্দি প্রস্তুত এক ঐতিহাসিক অধ্যায় রচনার জন্য। আগামী ১ সেপ্টেম্বর সোমবার, পাথারকান্দিতে পদার্পণ করবেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই বহুল প্রতীক্ষিত আগমন ঘিরে গোটা পাথারকান্দি আজ উৎসবের রঙে রঙিন, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহরের প্রতিটি প্রান্তে বিরাজ করছে এক বিশেষ উচ্ছ্বাস। শনিবার গুয়াহাটি থেকে পাথারকান্দিতে পৌঁছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীর সভাস্থল মুণ্ডমালা খেলার মাঠে চলে যন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সেখানে মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতির অগ্রগতি খুঁটিয়ে দেখেন। পাশাপাশি তিনি যান নবনির্মিত বিজেপি পাথারকান্দি মণ্ডল কার্যালয়ে এবং দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক প্রস্তুতি বৈঠকও করেন। দু’টি ঐতিহাসিক কর্মসূচি অংশ নিবেন সোমবার মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রথম কর্মসূচি হবে নবনির্মিত বিজেপি পাথারকান্দি মণ্ডল কার্যালয়ের উদ্বোধন। এটি শুধুমাত্র একটি দলীয় কার্যালয় নয় এটি সংগঠনের ভিত আরও মজবুত করবে এবং স্থানীয় রাজনীতিকে সুসংগঠিত করে তোলার পথে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু সহ দলীয় নেতাকর্মীরা।

গুয়াহাটি থেকে ফিরে সোজা মুখ্যমন্ত্রীর সভাস্থল মুণ্ডমালা মাঠে মন্ত্রী কৃষ্ণেন্দু, খতিয়ে দেখলেন

এরপর মুখ্যমন্ত্রী যোগ দেবেন মুণ্ডমালা খেলার মাঠে আয়োজিত মহা-অনুষ্ঠানে। এই বিশাল জনসমাবেশে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযান প্রকল্পের অধীনে প্রায় ১৫,০০০ এর অধিক মহিলা উপভোক্তার হাতে চেক বিতরণ করা হবে। এই প্রকল্প আসামের গ্রামীণ ও শহুরে সমাজে মহিলাদের আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাবে।

গুয়াহাটি থেকে ফিরে সোজা মুখ্যমন্ত্রীর সভাস্থল মুণ্ডমালা মাঠে মন্ত্রী কৃষ্ণেন্দু, খতিয়ে দেখলেন

এদিকে, ঠাসা কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রীর আগমনের খবরে সাধারণ মানুষের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা দিয়েছে। বাজার হাট থেকে গ্রামীণ পথ, স্কুল কলেজ থেকে সামাজিক সংগঠন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু এখন মুখ্যমন্ত্রীর আগমন। পাথারকান্দির ঘরে ঘরে, প্রতিটি পাড়ায় প্রতীক্ষা মুখরিত হচ্ছে এক স্বর্ণালী মুহূর্তের জন্য। সাজসজ্জায় সেজে উঠছে শহর পাথারকান্দির অলিগলি রাজপথ সহ মণ্ডল কার্যলয়  সভাস্থাল মঞ্চ এক কথায় মুখ্যমন্ত্রীর আগমণ ঘিরে পাথারকান্দির রাস্তাঘাট, জনপদ, বাজার সর্বত্র চলছে প্রস্তুতি। উৎসবের আবহে সাজানো হচ্ছে সভাস্থল। বিশাল মঞ্চ, চমকপ্রদ সাজসজ্জা, আলোকসজ্জা সব মিলিয়ে যেন উৎসবের নগরীতে রূপ নিচ্ছে পাথারকান্দি।

Spread the News
error: Content is protected !!