আয়নাখাল হিন্দি এলপি স্কুলের প্রধানশিক্ষক সিয়ারাম চৌহান অবসরে

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : হাইলাকান্দি জেলার লালা শিক্ষা খণ্ডের অন্তর্গত ৪৫৩ নম্বর আয়নাখাল হিন্দি এলপি স্কুলের প্রধানশিক্ষক সিয়ারাম চৌহান শনিবার চাকরি জীবন থেকে অবসরে যান। তিনি তাঁর চাকরি জীবন শুরু করেন ১৯৯২ সালের ৩ জানুয়ারি। প্রথমে তিনি ৯৫৩ নম্বর সিঙ্গালা দক্ষিণ টিলা এলপি ফুলের সহকারী শিক্ষক হিসেবে কাজে যোগ দেন। পরবর্তীতে তিনি পাখুরিয়া পুঞ্জি এলপি স্কুলে শিক্ষকতা প্রধানশিক্ষক হিসাবে শিক্ষকতা শুরু করেন। এছাড়া ৭৮৮ নম্বর লক্ষীনগর এলপি স্কুলেও প্রধানশিক্ষক হিসেবে সুনামের সাথে কাজ করেন। বর্তমান স্কুলে তিনি  কাজে যোগ দেন ২০১৪ সালে প্রধানশিক্ষক হিসেবে। এবং দীর্ঘ কর্মজীবন শেষে শনিবার তিনি অবসর গ্রহণ করেন।

আয়নাখাল চা-বাগান অঞ্চলের একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছাত্রছাত্রীরা ও উনাকে ভীষণ সম্মান করেন। তিনি বিগত দিনে শিক্ষকতার জন্য জেলা স্তরেও সম্মান পান।শনিবার স্কুলের ছাত্র ছাত্রীরা উনার বাড়িতে গিয়ে সম্মান জানায় এবং উনাকে নিয়ে পদযাত্রা করে স্কুলে নিয়ে আসে। পরবর্তীতে গোটাদিন স্কুলে বিভিন্ন কার্যসূচী অনুষ্ঠিত হয়। উনার সাথে দেখা করতে এদিন বিভাগীয় আধিকারিক, প্রাক্তন ছাত্রছাত্রী এসে দেখা করেন এবং উনার প্রতি কৃতজ্ঞতা জানান। এলাকার বিভিন্ন স্কুল থেকে এসে শিক্ষক শিক্ষিকারা ও উনার সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, সিয়ারাম বাবু জানান অবসর জীবনে তিনি একজন পশু প্রেমী হিসেবে কাজ করতে চান।কারন রাস্তাঘাটে চলাকালীন সময়ে তিনি বিভিন্ন গরু বাছুর সহ বিভিন্ন ধরনের গৃহপালিত পশুকে দেখেন বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অসুস্থ হয়ে পড়ে থাকে। তাই এইসব পশুর জন্য তিনি কিছু সেবামূলক কাজ করতে চান।

Spread the News
error: Content is protected !!