জাটিঙ্গামুখ এলাকায় বিশাল অজগর সাপ উদ্ধার
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : শিলচর-কালাইন রোডের জয়নগর জাটিঙ্গামুখ এলাকায় বিশাল অজগর সাপ উদ্ধার হল। একটি গাছে হঠাৎ দেখা মেলে বিশাল আকারের অজগর সাপের। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। শেষ পর্যন্ত স্থানীয় এক যুবকের সাহসী উদ্যোগে অজগর সাপটি উদ্ধার করা হয়। খবর পেয়ে বনকর্মীরা পৌঁছেন। এরপর বস্তাবন্দি করে সাতটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।