জিরিবামে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার
বরাক তরঙ্গ, ২১ মার্চ : মণিপুরের জিরিবামে শান্তি বিঘ্নিতকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযান শুরু হয়। বৃহস্পতিবার অভিযান তল্লাশিতে বিরাট সাফল্য পেল আসাম রাইফেলস, মণিপুর পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এই অভিযানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র সহ যুদ্ধের মতো জিনিসপত্র উদ্ধার করা হয়। আসাম রাইফেলস এবং মণিপুর পুলিশ জিরিবামের উঁচাথল থেকে সাড়ে বারো কেজি ওজনের ১০০টি জেলেটিন স্টিক এবং সজীব গোলাবারুদ উদ্ধার করেছে।

এ দিন জিরিবামের মুয়ালজল ও বিনসেলু গ্রামে সিআরপিএফ ও মণিপুর পুলিশের সঙ্গে আসাম রাইফেলস পরিচালিত আরেকটি অভিযানে স্থানীয়ভাবে তৈরি পাঁচটি সিঙ্গল ব্যারেল বন্দুক, একটি স্থানীয়ভাবে তৈরি ১২বোর বন্দুক, একটি পিস্তল, ৬টি বোমা সহ দু’টি পম্পি, একটি আইইডি (দূরবর্তী ও বৈদ্যুতিকভাবে চালু) এবং দু’টি জেলেটিন স্টিক বিস্ফোরক উদ্ধার করে। স্নিফার কুকুর ব্যবহার করে একটি রাবার বাগান থেকে উদ্ধার করা হয়েছে এসব।

আসাম রাইফেলস সহযোগী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় এবং এই অঞ্চলের নাগরিক সমাজ সংগঠনগুলির সঙ্গে আস্থা বৃদ্ধির জন্য কাজ করে চলেছে। এই প্রচেষ্টার ফলে উল্লেখযোগ্যভাবে এই অঞ্চলে বড় আকারের অস্ত্র আত্মসমর্পণ করেছে।
