করিমগঞ্জে ত্রাণ বণ্টন মুখ্য ন্যায় দণ্ডাধীশ সহ আদালত কর্মীদের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ জুন : বন্যা পীড়িতদের সাহায্যার্থে এগিয়ে এলো করিমগঞ্জ বিচার বিভাগও। প্রলয়ঙ্করী বন্যায় মানুষের ঘর-বাড়ি জলের তলায়। এক করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে চতুর্দিকে। বুধবার বিকেলে আদালতের কাজকর্ম শেষে জেলা ফৌজদারি আদালতের মুখ্য ন্যায় দণ্ডধীশের নেতৃত্বে একদল কর্মী ছুটে যান উত্তর করিমগঞ্জের বেতাইল এলাকায়। তাঁরা বানভাসি অসহায় মানুষের চরম অবস্থা আবলোকন করে প্রায় একশো পরিবারের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী।
এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বেতাইল গ্রামের বন্যা পীড়িত মানুষের মধ্যে প্রায় একশো ব্যাগ ত্রাণ সামগ্রী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকুঞ্জ বড়োর তত্ত্বাবধানে বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্য ন্যায় দণ্ডাধীশ সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিসের কর্মী নীলাঞ্জন ভট্টাচার্য, তরুণ আদালত কর্মী রায়হান আহমেদ, প্রিয়জিৎ দাস, সুমন দাস, জয়তি দত্ত, বর্ণালী আচার্য, সুদীপ দাস এবং অফিসের অন্যান্য কর্মচারীরা।