ধনেহরিতে ত্রাণ বণ্টন

বরাক তরঙ্গ, ৫ জুলাই : সোনাই ধনেহরিতে সরকারি ত্রাণ সামগ্রী না বণ্টন করা হল। শুক্রবার বিকেলে সোনাই সার্কল অফিসার মারিয়া তানিমের নির্দেশে সংশ্লিষ্ট কর্মীরা ত্রাণ নিয়ে পৌঁছান ধনেহরিতে। এদিন সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর স্বামী সামসুল ইসলাম বড়ভূইয়া উপস্থিত থেকে সুন্দরভাবে বন্যাক্রান্তদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে এলাকার বন্যাক্রান্তরা রিলিফ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন।

আর এই প্রতিবাদ বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছিল। ফলে সার্কল অফিসার নিজে এসে বন্যাদুর্গতদের খবর নিয়ে বিকেলে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছেন। এছাড়াও আজকে জেলাশাসক রোহনকুমার ঝা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। এরজন্য তিনি সংশ্লিস্ট বিভাগ, সার্কল অফিসার ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

Author

Spread the News