হাইলাকান্দিতে ত্রাণ ও উদ্ধার শুরু, ৭ হাজার লোক বন্যার কবলে

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩ জুলাই : হাইলাকান্দি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসনের উদ্যোগে বুধবার থেকে ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। বুধবার জেলার সুদর্শনপুর ও কলাছড়া থেকে এসডিআরএফ বাহিনীর জোয়ানরা ১২ জন লোককে উদ্ধার করে। এরমধ্যে  ৩টি শিশু ও ৪জন মহিলা রয়েছেন। জেলায় এ পর্যন্ত ২৮ টি রাজস্ব গ্রামের ৭ হাজার ২২ জন লোক চলতি দ্বিতীয় দফার বন্যার কবলে পড়েছেন।

এছাড়া ৭ হাজার ৯০ টি গৃহপালিত পশুও বন্যার কবলে পড়েছেন। বুধবার দিন জেলার চারটি রিলিফ ক্যাম্পে ২৫২ জন দুর্গত আশ্রয় নিয়েছেন। বুধবার প্রশাসন থেকে ৩৭.৯৫ কুইন্টাল চাল, ৭.৮৬ কুইন্টাল ডাল, ২.৩৬ কুইন্টাল লবণ এবং ২৩৫.৬ লিটার ভোজ্য তেল ত্রাণ হিসেবে বরাদ্দ করা হয়েছে। জেলার যেসব স্থানে নদী বাঁধ টপকে জনপদে জল ডুকছে সেখানে জল সম্পদ  বিভাগ থেকে বালুর বস্তা দিয়ে বন্যার জল আটকানোর চেষ্টা করা হচ্ছে। প্রশাসন থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জনসাধারণকে বন্যার জলে সাঁতার কাটা, বৈদ্যুতিক তারের নিচ দিয়ে নৌকা চালানো, বন্যার জলে ভেসে আসা বাঁশ লাকড়ির অবশিষ্টাংশ না-ধরতে আবেদন জানানো হ৬।। জেলার নদীগুলিতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

Author

Spread the News