বোর্ডের অনুমতি ছাড়া রেজিস্ট্রেশন নয়, অবৈধ স্কুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ মার্চ : শিক্ষার নামে অবৈধ বেসরকারি স্কুলের এবার লাগাম টানতে কঠোর পদক্ষেপ নিল শ্রীভূমি জেলা শিক্ষা বিভাগ। দীর্ঘদিন ধরে জেলায় অনুমোদনহীন স্কুল গজিয়ে ওঠার প্রবণতা নিয়ে শিক্ষানুরাগী মহলে চলছিল আলোচনা ও উদ্বেগ। এ নিয়ে নানা সময়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও কার্যকর কোনও পদক্ষেপ দেখা যায়নি। অবশেষে, সেই নৈরাজ্যের লাগাম টানতে জেলা স্কুল পরিদর্শক নীলমজ্যোতি দাস শুক্রবার এক কড়া নির্দেশ জারি করেছেন।

বোর্ডের অনুমতি ছাড়া রেজিস্ট্রেশন নয়, অবৈধ স্কুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

শ্রীভূমি জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিলেন জেলা স্কুল পরিদর্শক নীলমজ্যোতি দাস। এমর্মে তিনি নিজের দফতর থেকে স্বাক্ষরিত এক নির্দেশনায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বোর্ডের অনুমোদন ছাড়া কোনও অবস্থাতেই নবম ও একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন করা যাবে না।ওই নির্দেশনায় বলা হয়েছে, ডিরেক্টর অব সেকেন্ডারি এডুকেশন এবং আসাম স্টেট স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অনুমোদন ব্যতীত কোনও বেসরকারি বা ভেঞ্চার স্কুল তাদের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করাতে পারবে না। এমনকি, যদি কোনও অবৈধ স্কুলের ইউডাইস কোডও থেকে থাকে, তাও বাতিল করা হবে। শুধু তাই নয়, সরকারি, প্রাদেশিকৃত, অনুমোদিত কোনও স্কুলই তাদের কোড নম্বর ব্যবহার করে অবৈধ স্কুলের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনে সহায়তা করতে পারবে না।

বোর্ডের অনুমতি ছাড়া রেজিস্ট্রেশন নয়, অবৈধ স্কুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
বোর্ডের অনুমতি ছাড়া রেজিস্ট্রেশন নয়, অবৈধ স্কুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

প্রসঙ্গত, সম্প্রতি শ্রীভূমি জেলায় অবৈধ স্কুল খোলার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিভিন্ন সংবাদমাধ্যমেও এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই বৈধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা জনসমক্ষে প্রকাশ করা হবে। তবে জেলা স্কুল পরিদর্শকের এই নির্দেশ কতটা কার্যকর হয়, তা এখন সময়ই বলে দেবে।

Spread the News
error: Content is protected !!