সংস্কার ভারতীর গুরু পূর্ণিমা অনুষ্ঠান হাইলাকান্দিতে, সংবর্ধিত সঙ্গীতজ্ঞ সলিল পুরকায়স্থ
বরাক তরঙ্গ, ২০ জুলাই : এ বছর হাইলাকান্দি জেলার প্রবীন সঙ্গীতজ্ঞ সলিল পুরকায়স্থকে সম্মাননা জানালো সংস্কার ভারতীর হাইলাকান্দি জেলা শাখা। শনিবার হাইলাকান্দির হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে গুরু পূর্ণিমা উপলক্ষে এক বর্ধিত অনুষ্ঠানের আয়োজন করে সংস্কার ভারতীর হাইলাকান্দি জেলা শাখা। প্রদীপ প্রজ্জ্বলন ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পন ও সমবেত ধ্যায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন তাপসী পাল, নীলাচল নাথ, বিজিৎ পাল, পৃথা দে, পিয়ালী ভট্টাচার্য ও শ্রুতি চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন হাইলাকান্দি শাখার সভাপতি পিনাকপাণি ভট্টাচার্য। তিনি সংস্কার ভারতীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন হিন্দু মিলন মন্দিরে উপস্থিত ভারত সেবাশ্রম সংঘের চারণ দলের প্রধান স্বামী তত্ত্বজ্ঞানানন্দজি মহারাজ।

গুরু পূর্ণিমা উপলক্ষে সংস্কার ভারতীর হাইলাকান্দি শাখার পক্ষ থেকে হাইলাকান্দি শহরের সুপরিচিত সঙ্গীতশিল্পী তথা সঙ্গীত শিক্ষক সলিল পুরকায়স্থকে উত্তরীয়, পুষ্পস্তবক, মানপত্র ও নববস্ত্রের মাধ্যমে গুরু সম্মাননা জানানো করা হয়। এ প্রসঙ্গে সলিল পুরকায়স্থ নিজের অভিমত ব্যাক্ত করতে গিয়ে বলেন, সঙ্গীত তথা তবলা শিক্ষক হিসেবে তিনি গীত ভারতী মহাবিদ্যালয়ে নিজের প্রশিক্ষক জীবনের স্মৃতিচারণ করেন।

তিনি আরও বলেন, হাইলাকান্দি শহরে সংস্কৃতি চর্চা তথা সঙ্গীত শিক্ষায় বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে যথেষ্ট উৎসাহের অভাবের কথা বলেন এবং তাদের নিয়মিতভাবে সঙ্গীত চর্চা ও অনুশীলন করার জন্য তিনি আহ্বান জানান। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাইলাকান্দি সঙ্গীত মহাবিদ্যালয়ের সম্পাদক তথা বরাক উপত্যকার বিশিষ্ট্য তবলাবাদক ও শিক্ষক সত্যব্রত পুরকায়স্থ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমবেত সঙ্গীত পরিবেশন করে শিশু শিল্পী টিয়াশা দেবরায়, সানভি পাল, ও স্বর্ণালী পাল। হারমোনিয়ামে সঙ্গত করেন পৃথা দে।

একক সঙ্গীত পরিবেশন করেন নীলাচল নাথ, গায়েত্রী ঘোষ, মলিনা চৌধুরী, সমন্বিতা পুরকায়স্থ, পিয়ালী ভট্টাচার্য, শ্রুতি চৌধুরী, তাপসী পাল, বিজিত পাল ও সলিল পুরকায়স্থ। তবলা ও মন্দিরায় সহযোগিতা করেন দেবজিত দাস, রাজজ্যোতি চৌধুরী ও প্রাঞ্জল ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা সম্পাদক ড০ অভিজিৎ মিত্র, চিত্রকলা প্রমুখ গৌতম ঘোষ, সাংবাদিক মিঠু লাল চৌধুরী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নগর সংঘচালক রূপময় বিশ্বাস, হিন্দু মিলন মন্দিরের পক্ষে পল্লব চৌধুরী, শ্যামসুন্দর দে, সুদীপ্ত লাল দেব প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন দীপজ্যোতি দেবনাথ ও বিশ্বরাজ চক্রবর্তী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানসী পাল, সুস্মিতা চৌধুরী, সুনয়না দেব প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন ও সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপন ঘোষণা করেন অনুষ্ঠানের সঞ্চালক তথা শাখার সাহিত্য প্রমুখ ড. তীর্থঙ্কর চক্রবর্তী।