রেডক্রস সোসাইটির ত্রাণ শিবির পরিদর্শন, পাথারকান্দির বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩১ মে : পাথারকান্দির বন্যা পরিস্থিতি শুক্রবার অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার লঙ্গাই নদীর জলস্ফীতি কিছুটা কমলেও শুক্রবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত ৪০ সেন্টিমিটার জল বৃদ্ধি পাওয়ায় ফের বন্যা দুর্গতদের মধ্যে এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে এই সংবাদ সংগ্রহ অবধি লঙ্গাই  নদীর জল বর্তমানে স্থিতিশীল রয়েছে।

এদিকে, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ভারতীয় রেডক্রস সোসাইটি করিমগঞ্জ শাখার এক প্রতিনিধি দল পাথারকান্দি সার্কলের অধীন মোট ৬টি ত্রাণশিবির পরিদর্শন করে শিবিরে আশ্রয় নেওয়া বন্যাক্রান্ত প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ নেন। এই দলে ছিলেন রেডক্রস সোসাইটির লাইফ অ্যাসোসিয়েট মেম্বার সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী ও এএস হুসেন আহমেদ। তারা যেসব শিবিরগুলির পরিদর্শন করেছেন সেযগুলো মধ্যে রয়েছে ২৮৫ নং কলকলিঘাট এলপি স্কুল ও কলকলিঘাট জিপি অফিস সহ সন্নাসী টিলা এলপি স্কুল, বিএসকেআর হাইস্কুল, প্রতাপগড় পাব্লিক হাইস্কল, নাসিম আলি এমই মাদ্রাসা, সবগুলি ত্রাণ শিবির মিলিয়ে মোট চল্লিশটির মত বন্যাক্রান্ত পরিবার আশ্রয় নিয়েছেন। প্রতিটি শিবিরে পাথারকান্দি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেডিক্যাল টিম স্বাস্থ্য বিষয়ক সেবা চালিয়ে যান। এই দলকে  পরিচালনা করছেন ডাঃ হীরক পাল সহকারী হিসাবে রয়েছেন আশা কর্মীরা ও এএনএম।

Author

Spread the News