আমসুর শ্রীভূমি জেলা কমিটি পুনর্গঠন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : শ্রীভূমি জেলা আমসুর নয়া কমিটি গঠন করা হল। সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে বুধবার, শ্রীভূমি শহরের জেলার সেটেলমেন্টে এক বিবাহ ভবনে বিশিষ্ট নাগরিক আসহাব উদ্দিন তালুকদারের পৌরহিত্যের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আখতার। সভায় দীর্ঘ সময় আলোচনা করে সর্বসম্মতিক্রমে জেলা আমছুর নয়া কমিটির জেলা সভাপতি মওলানা বাহারুল ইসলাম সাধারণ সম্পাদকদ্বয় সালমান আহমেদ বদরুল ইসলাম জবরুল কার্যকারী সভাপতি জুনেদ চৌধুরী সহ সভাপতি জাহিরুল আলম ইয়াহিয়া হুছাইন সহ সম্পাদক আজাদ হুছাইন সাহিদ আহমেদ পাটিকর জাহান চৌধুরী সাংগঠনিক সম্পাদক, মোঃ সাহজাহান মোঃ আব্দুল্লাহ মোঃ ইমদাদুলল্লাহ সহ ২১ সদস্য বিশিষ্ট করিমগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। বিগত দিনে আসাদ উদ্দিন লস্কররের নেতৃত্বাধীন জেলা আমসুর কার্যকাল শেষ হওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার, সাধারণ সম্পাদকদ্বয় আইনজীবী ইমতিয়াজ হোসেন ও মিন্নাতুল ইসলাম নির্দেশক্রমে সাধারণ সভার মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দেড় শতাধিক কর্মীদের উপস্থিতিতে গঠন করা হয়।
আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আখতার বলেন, নবগঠিত জেলা কমিটি জেলার সংখ্যালঘু ও সংখ্যাগুরু মানুষের হয়ে কাজ করবে। যেখানেই মানুষ বিপন্ন, সেখানেই ঝাঁপিয়ে পড়বে।