৫ মহিলা শ্রমিককে পিষে দিল বেপরোয়া ট্রাক
১৯ জুন : ভয়াবহ পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে। বেপরোয়া গতির বলি ৫ জন মহিলা শ্রমিক। গুরুতর আহত আরও ২ জন। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে সোলাপুর জেলায়।
পুলিশ সূত্রে খবর, বন্দগারওয়াড়ি গ্রামে পান্ধরপুর-আটপাদি রোডের উপর দুর্ঘটনাটি ঘটেছে। সরকারি বাসের জন্য অপেক্ষা করছিলেন মহিলারা। তাঁরা সকলেই শ্রমিক ছিলেন। আচমকাই দ্রুত গতির একটি ট্রাক তাঁদের পিষে দেয়। মহিলাদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে ৫ জন মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত আরও দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। দুর্ঘটনার পর ট্রাক চালককে বেধড়ক মারধর করেন স্থানীয়রাই। এরপরই পুলিশের হাতে ঘাতক চালককে তুলে দেন তাঁরা। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত ছিল ওই সড়কে।