সম্মান পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শিক্ষিকা রাজিয়া বেগম মজুমদার

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : অবসরপ্রাপ্ত শিক্ষিকা রাজিয়া বেগম মজুমদারের বাড়িতে গিয়ে সম্মান জানালেন জেলা কমিশনার অভিষেক জৈন। মূলত রাজ্যপালের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাকে বাড়িতে গিয়ে সম্মান জানানোর নির্দেশ আসলে জেলার ১৭জন অবসর প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বাড়িতে গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। হাইলাকান্দি জেলার বিধানসভা ভিত্তিক, জেলা ভিত্তিক ও ব্লক স্তরের ১৭ জন শিক্ষক শিক্ষিকাকে সম্মাননা জানান জেলা কমিশনার  অভিষেক জৈন, জেলা উন্নয়ন কমিশনার ইএল ফাইরেম, অতিরিক্ত জেলা কমিশনার ত্রিদিব রায়, বিদ্যালয় সমূহের পরিদর্শক তাপস দত্ত, হাইলাকান্দি, লালা ও কাটলিছড়া শিক্ষা খণ্ডের আধিকারিক যথাক্রমে মনোজ কৈরী, তপন প্রজাপতি ও নজমুল লস্কর।

এরমধ্যে লালা শিক্ষা খণ্ডের অন্তর্গত কৈয়াপার এমই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা রাজিয়া বেগম মজুমদারের বাড়িতে গিয়ে উত্তরীয় পরিয়ে  রাজ্যপাল প্রদত্ত প্রশস্তি পত্র প্রদান করে সুস্বাস্থ্যের অধিকারী হতে ফলমূল তুলে দেন। সেসময় উনার কৈয়াঘাটের বাড়িতে জেলা কমিশনার, অতিরিক্ত জেলা কমিশনার ও কাটলিছড়া শিক্ষা খণ্ডের আধিকারিক উপস্থিত হলে তখন রাজিয়া বেগমের পরিবার তাঁদের সাদর আমন্ত্রণ জানান। তাছাড়া তাঁকে যখন অতিরিক্ত জেলা কমিশনার ত্রিদিব রায় জানালেন যে তারা রাজ্যপালের পক্ষ থেকে তাঁকে সম্মান জানাতে এসেছেন। তখন রাজিয়া বেগম চোখের জল ধরে রাখতে পারেননি এবং ভেজা কণ্ঠে কৃতজ্ঞতা জানান।

Spread the News
error: Content is protected !!