রতনপুর কোলোনিতে ছানি রোগ সনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট, ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) বড়খলা বিধানসভা কেন্দ্র কমিটির সহযোগিতায়, রতনপুর কোলোনিতে এক বিনামূল্যের ছানি রোগ সনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে। চৌধুরী আই হসপিটাল, শিলচরের ডাঃ সহোম চক্রবর্তী এবং চক্ষু বিশেষজ্ঞ মাইকেল ত্রিপুরা মোট ১২০ জন রোগীর পরীক্ষা করেন। তাঁদের মধ্যে ২৬ জন রোগীর ছানি ধরা পড়ে এবং তাঁদের সবার ছানি অপারেশন, এক সপ্তাহের মধ্যে, শিলচর চৌধুরী আই হসপিটালে বিনামূল্যে করা হবে বিভিন্ন ধাপে। আজ রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। ক্লাব ভ্যালি ভিউ-র পক্ষ থেকে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সামসুল ইসলাম, গাইডিং লায়ন সঞ্জীব রায় এবং অন্যরা উপস্থিত ছিলেন।
ইয়াসি-এর পক্ষ থেকে ক্যাম্প ইনচার্জ সজলকান্তি দাস, রামপ্রসাদ দাস, পিঙ্কি সিং দাস ও সঞ্জিব দাস উপস্থিত ছিলেন। ট্রাস্ট-এর পক্ষ থেকে প্রিয়ম চৌধুরী শিবিরের সমন্বয়ক ছিলেন। এই শিবিরকে সফল করে তুলতে তাঁদের অসাধারণ সহযোগিতার জন্য গাইডিং লায়ন সঞ্জীব রায় স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।