কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব রতন থিয়াম আর নেই, শোকাহত আসাম বিশ্ববিদ্যালয়

বরাক তরঙ্গ, ২৩ জুলাই : দেশের সাংস্কৃতিক জগতের ইন্দ্রপতন। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব, রতন থিয়াম, অজানা দেশে চলে গেছেন। বুধবার সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স ছিল ৭৭ বছর। রতন থিয়াম দেশের নাট্য দৃশ্যে একটি প্রশংসিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ২০ জানুয়ারি, ১৯৪৮ সালে মণিপুরে জন্মগ্রহণ করেন।

কিংবদন্তি নাট্যকার ও নাট্য পরিচালক পদ্মশ্রী রতন থিয়ামের মৃত্যুতে শোকাহত আসাম বিশ্ববিদ্যালয় পরিবার। গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ, নিবন্ধক ড. প্রদোষকিরণ নাথ সহ অধ্যাপক, ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীরা। 
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়েছে, সমসাময়িক নাট্যজগতের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব, শিল্প ও সংস্কৃতিতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালের ১৪ মে অনুষ্ঠিত ত্রয়োদশ সমাবর্তনে তাঁকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছে আসাম বিশ্ববিদ্যালয়। শৈল্পিক উৎকর্ষ সংরক্ষণ ও লালনে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে আসাম বিশ্ববিদ্যালয় এমন একজন আলোকিত ব্যক্তিত্বকে সম্মানিত করতে পেরে গর্বিত। 

কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব রতন থিয়াম আর নেই, শোকাহত আসাম বিশ্ববিদ্যালয়
আসাম বিশ্ববিদ্যালয়ের ডিলিট অনুষ্ঠানে শিল্পী রতন থিয়াম। ফাইল ছবি।

তাঁর শিল্প, দৃষ্টিভঙ্গি ও ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর অটল নিষ্ঠা শুধু থিয়েটার জগৎকেই নয়, মণিপুরি সংস্কৃতিকেও বিশ্বের দরবারে আরও সমৃদ্ধ করেছে। সাংস্কৃতিক ভূদৃশ্যে তাঁর অপরিসীম অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত এই কিংবদন্তি ব্যক্তির মৃত্যুতে থিয়েটার জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তাঁর উত্তরাধিকার চিরকাল অনুপ্রাণিত করবে শিল্পী, পণ্ডিত ও দর্শকদের।

কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব রতন থিয়াম আর নেই, শোকাহত আসাম বিশ্ববিদ্যালয়

আসাম বিশ্ববিদ্যালয় প্রয়াত থিয়ামের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও অগণিত গুণমুগ্ধের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সেইসঙ্গে প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৭ সালে, রতন থিয়ামকে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হয়। থিয়াম ছিলেন একজন অভিনেতা, নাট্যকার, পরিচালক, চিত্রশিল্পী এবং একজন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ। ১৯৮৯ সালে, রতন থিয়াম পদ্মশ্রী পুরস্কার লাভ করেন।

Spread the News
error: Content is protected !!