ধনেহরিতে নাতে রসুল মহফিল মাতিয়ে তুললেন গুজরাটের বরকাতি

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : ধনেহরিতে হামদ ও নাতে রাসুল মহফিল মাতিয়ে তুললেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাত-খা গুজরাটের সাব্বির বরকাতি। সোমবার ধনেহরি পয়েন্টে মকবুল সুন্নি ফাউন্ডেশনের আয়োজিত মহফিলে টানা দুই ঘণ্টা নাত পরিবেশন করে মঞ্চ কাঁপিয়ে দিলেন বরকাতি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মহফিলে সভাপতিত্ব করেন মওলানা মবরুর আহমদ বড়ভূইয়া ভাগাডহরী। রাত এগারোটার পর মঞ্চেন উঠেন বরকাতি। কয়েক হাজার শ্রোতার সামনে একের পর এক নবীর শান পরিবেশন করতে শুরু করেন।

বরকাতির মহফিল শোনে বিশাল সমাগম ঘটে। এতে প্যান্ডেলের ভেতরে ও বাইরে বেশ কয়েকটি এলসিডি স্কিন লাগানো হয়। এ দিন
সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় মহফিল। শুরুতে বরাক উপত্যকার সুনামধন্য নাত-খা হামদ ও নাত পরিবেশন করেন।

এ দিকে, সোনাই পূর্ত সড়কে যানজট সৃষ্টি না হয় সেজন্য বাঁশকান্দি এপি সভাপতির স্বামী সামসুল ইসলাম বড়ভূইয়া নিজে রাস্তা পরিস্কার রাখার দায়িত্ব পালন করেন। সঙ্গে কমিটির স্বেচ্ছাসেবক ছিলেন।

Spread the News
error: Content is protected !!