রসেন্দ্রকুমার দে-র ‘সমীক্ষা গুচ্ছ তৃতীয় খণ্ড’ উন্মোচিত

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : বরাকের নতুন দিগন্ত প্রকাশনীর কার্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্টজনদের হাত ধরে উন্মোচিত হল লেখক রসেন্দ্রকুমার দে-র সমীক্ষা গুচ্ছ তৃতীয় খণ্ড বইটি। মঙ্গলবার সন্ধ্যা থেকে শিলচর শিলংপট্টি রোডে থাকা বরাকের নতুন দিগন্ত প্রকাশনীর কার্যালয়ে বিশ্বকর্মা পূজায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রসেন্দ্রকুমার দে-র লেখা সমীক্ষা গুচ্ছ তৃতীয় খণ্ড বইটি উচ্চোচন হল এই অঞ্চলের বিশিষ্ট লেখক -কবি-সাংবাদিকদের হাত ধরে।

এদিন অনুষ্ঠানের সূচনা হয় স্বাগতা  চক্রবর্তীর সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর স্বাগত বক্তব্যে বরাকের নতুন দিগন্ত প্রকাশনীর স্বত্বাধিকারী তথা বিশিষ্ট কবি-লেখক-সম্পাদক মিতা দাস পুরকায়স্থ বলেন, শারীরিক ও মানসিক সব সুখের উৎস হতে পারে নিয়মিত বই পড়া। বই হল এমন এক মৌমাছি যা অন্যদের মন থেকে মধু সংগ্রহ করে পাঠকদের জন্য নিয়ে আসে। আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছু মূর্ত করে, তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে দেখায়। আলো শুধু ভৌগোলিক ভাবে ছড়িয়ে যেতে পারে। আর বই অতীত থেকে ভবিষ্যৎ, কাছ থেকে দূরে, প্রান্ত থেকে অন্তে এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে। তাই দেশ কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই, শ্রেষ্ঠ শিক্ষা হল আত্মশিখন, আর বই সেই আত্মশিখনের শ্রেষ্ঠ সহায়ক।

রসেন্দ্রকুমার দে-র 'সমীক্ষা গুচ্ছ তৃতীয় খণ্ড' উন্মোচিত

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি অর্চনা চক্রবর্তী, কস্তুরী হোম চৌধুরী, মৃদুলা ভট্টাচার্য, ডাঃ অসীম বরা, স্মৃতি দাস, সমর বিজয় চক্রবর্তী, রুনা পাল, দেবলীনা রায়, সুখেন দাস। সঙ্গীত পরিবেশন করেন বিশ্বরূপা পুরকায়স্থ, শর্মিষ্ঠা দাস চাকী, দেবস্মিতা পুরকায়স্থ শিপ্রা ধর, সুখেন দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখক -কবি-সাংবাদিক মহুয়া চৌধুরী, চয়ন ভট্টাচার্য, চিত্রশিল্পী গৌরীশঙ্কর নাথ, গল্পকার হিমাশিষ ভট্টাচার্য প্রমুখ।

রসেন্দ্রকুমার দে-র 'সমীক্ষা গুচ্ছ তৃতীয় খণ্ড' উন্মোচিত

সবশেষে রসেন্দ্রকুমার দে-র লেখা “সমীক্ষা গুচ্ছ”তৃতীয় খণ্ড বইটির উন্মোচন করা হয় ও চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথ উপহার দেন মিতা দাসপুরকায়স্থকে ডাঃ বিপ্লব নাথের আঁকা সুদৃশ্য ছবি ‘আমরা ১৯ এর সন্তান’। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের কর্মকর্তা তাপস সাহা, ধ্রুবজ্যোতি মালাকার, দীপ দেব, সুমন দে, গৌরব সূত্রধর, বিজন দাস সহ অন্যান্যরা।

Author

Spread the News