শিলচরের শরৎপল্লিতে বিরল প্রজাতির সাপ উদ্ধার

হিবজুর রহমান, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ মে : গরমে মাটির নিচ থেকে বেরিয়ে পড়লো সাদা রঙের বিরল প্রজাতির একটি সাপ। ঘটনাটি ঘটেছে বুধবার শিলচর শহরের সোনাই রোডের শরৎপল্লী সংলগ্ন রাস্তার পাশে থাকা ড্রেনে। সাপটি দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে উঠে। এধরনের সাদা রঙের বিশাল সাপ আগে দেখা যায়নি। তাই লোকজনের ভিড় জমে উঠে।

উল্লেখ্য, তিনদিন ধরে শিলচর প্রচণ্ড গরম পড়েছে। হয়তো গরমের কারণেই সাপটি বেরিয়ে আসে।

Author

Spread the News