ধর্ষণের দায়ে প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নার যাবজ্জীবন কারাদণ্ড
২ আগস্ট : ৪৮ বছরের পরিচারিকাকে ধর্ষণের দায়ে প্রাক্তন সাংসদ এবং বহিষ্কৃত জেডি (এস) নেতা প্রজ্জ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত। পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে।
রেভান্না প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি, কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্নার ছেলে এবং কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামীর ভাগ্নে। এদিন সাজা ঘোষণা পর আদালত কক্ষে কান্নায় ভেঙে পড়ে রেভান্না।
অভিযোগ, ২০২১ সালে হাসান ফার্মহাউস এবং বেঙ্গালুরুর বাসভবনে কর্ণাটকের মাইসুরুর কেআর নগরের বাসিন্দা ওই মহিলাকে ধর্ষণ করেছিল রেভান্না। ধর্ষণের ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করেছিল সে। সেই ভিডিও দেখিয়ে রেভান্না নির্যাতিতাকে ব্ল্যাকমেল করত।
সাংসদ ও বিধায়কদের জন্য বিশেষ আদালতের বিচারক সন্তোষ গজানন ভাট শুক্রবার ৩৪ বছরের রেভান্নাকে দোষী সাব্যস্ত করেছেন। এদিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন বিচারক।