রণবীর রায়ের একুশতম প্রয়াণবার্ষিকী পালন শিলচর প্রেস ক্লাবে
ছয় সাংবাদিককে স্মারক পুরস্কার
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : এ অঞ্চলে রাজনৈতিক ও সামাজিক চেতনার পরিসর ক্রমশ এত বেশি সংকুচিত, দিশাহীন হচ্ছে যে, গণতান্ত্রিক অধিকার মারাত্মকভাবে বিপন্ন হচ্ছে। এর ফলে অস্তিত্বের সংকটে বরাক উপত্যকা। এর থেকে অবশ্যই উত্তরণের পথ বের করতে হবে। সংবাদপত্র জগতে এক সময়কার বলিষ্ঠ ব্যক্তিত্ব, সাংবাদিক-সম্পাদক রণবীর রায়ের একুশতম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বুধবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে। আলোচনার বিষয় ছিল, “রাজনৈতিক-সামাজিক চেতনা, বরাক উপত্যকার উত্তরাধিকার।” এ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন কবি-সাংবাদিক অতীন দাশ, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সমাজকর্মী ও রাজনৈতিক নেতা অনুপ রায়, প্রেস ক্লাব সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার, পাপলু দাস, কবি দেবলীনা রায় প্রমুখ। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ।
অনুষ্ঠানে ছয় জন সাংবাদিককে “রণবীর রায় স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়। তাঁরা হলেন সঞ্জীবকুমার সিং, দীপনকুমার দাস, মৃদুলা ভট্টাচার্য, বিদ্যুৎকুমার দাস, সাবির আহমেদ মজুমদার ও রানু দত্ত। একই সঙ্গে সুধীন্দ্রকুমার নন্দী পুরকায়স্থ স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় চিত্র সাংবাদিক হিমাংশু দে-কে।
প্রারম্ভে রণবীর রায়ের স্মৃতির উদ্দেশে বিনম্র প্রণতি নিবেদন করা হয়। একুশ বছর ধরে রণবীর রায় হত্যাকাণ্ড ফাইলচাপা থাকায় অনুষ্ঠানে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয়। শীঘ্রই ওই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জোরালো দাবি উত্থাপিত হয়।