হাইলাকান্দির মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনের উদ্বোধন রণোজ পেগুর

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : হাইলাকান্দির বন্দুকমারায় মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রণোজ পেগু। বুধবার স্কুল ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সভায় ফিতা কেটে মন্ত্রী ভবনটির উদ্বোধন করেন। মোট ৩০ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আবাসিক বিদ্যালয় ভবনটি ১৮৫২ বর্গ মিটারের। এতে ফিজিক্স, ক্যামেস্ট্রি এবং কম্পিউটার ল্যাবরেটরি সহ লাইব্রেরিভবনও রয়েছে। আবাসিক বিদ্যালয়টিতে বয়েজ হোস্টেল সহ টিচার কোয়ার্টার, তৃতীয় শ্রেণীর কর্মচারী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টারও রয়েছে। মোট ১৬টি শ্রেণীকক্ষে প্রায় ৫০০ জন ছাত্রের এই স্কুলে আবাসিক সুযোগ-সুবিধায় পড়াশোনার ব্যবস্থা রয়েছে।

হাইলাকান্দির মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনের উদ্বোধন রণোজ পেগুর

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রাজ্য শিক্ষার বিস্তারে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে এবং ডিডিসি এল্ডাড ফাইরিম সহ  শিক্ষা ক্ষেত্রে সঙ্গে জড়িত প্রবীর নাগরিকগণ অংশ নেন। উল্লেখ্য, রাজ্যের পূর্ত বিভাগের ভবন শাখার তত্ত্বাবধানে এই আবাসিক বিদ্যালয় ভবনটির নির্মাণের দায়িত্বে ছিলেন বাস্তকার ধ্রুবজ্যোতি দত্ত।

হাইলাকান্দির মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনের উদ্বোধন রণোজ পেগুর
হাইলাকান্দির মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনের উদ্বোধন রণোজ পেগুর

Author

Spread the News