রংপুর শনি মন্দিরে চুরি, আটক চোর

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : শিলচর শহরতলী রংপুর শনিমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, শনিবার ভোরে চোর রংপুরের শনিমন্দিরে হানা দেয়। চোর গেট বেয়ে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়। চোর শনিদেব সহ অন্য দেবতার স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায়। এদিন চোরের এই চুরি কাণ্ডটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ডিং হয়। পরে মন্দির খোলার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

মন্দির কমিটির সম্পাদক রঞ্জিত দত্ত জানান, রংপুর এলাকার সরুজ শর্মা নামের যুবক চুরির কাণ্ডটি সংঘটিত করে। পরে স্থানীয় যুবকদের সহযোগিতায় তাকে আটক করে রংপুর থানায় সমঝে দেওয়া হয়। এমর্মে মন্দির কমিটির পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়।

Spread the News
error: Content is protected !!