রেংমা সংরক্ষিত বনাঞ্চলের উচ্ছেদস্থলে নাগা সম্প্রদায়ের বিচরণ
এক ইঞ্চি জমিও নাগাল্যান্ড দখল করতে পারবে না বিধায়ক বিশ্বজিৎ
বরাক তরঙ্গ, ৫ আগস্ট : উরিয়ামঘাটের রেংমা সংরক্ষিত বনাঞ্চলের উচ্ছেদস্থলে নাগা সম্প্রদায়ের বিচরণ। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সমগ্র অসমে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সরুপাথর এলাকার বিধায়ক বিশ্বজিৎ ফুকন।
বিধায়ক বিশ্বজিৎ ফুকন বলেন, ‘‘বর্তমানে ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় রয়েছে। আমাদের এক ইঞ্চি জমিও নাগাল্যান্ড দখল করতে পারবে না।’’
রবিবার এক নাগা ব্যক্তি অসম-নাগাল্যান্ড সীমান্তের ভূমিকে নিজেদের দাবি করে বলেন, ‘‘আমরা মাঝগাঁও এলাকার বাসিন্দা এবং এই এলাকা আমাদের অধিকারভুক্ত। এই রজাপুখুরি ও গেলাজান এলাকাও আমাদের। তাঁরা জোরপূর্বক দখল করে বসেছিল। তাই অসম সরকার সময়মতো যে উচ্ছেদ অভিযান চালিয়েছে, আমরা তা সমর্থন করি।’’
এই মন্তব্যের পর সীমান্ত এলাকার স্থানীয় খিলঞ্জীয়া (স্থানীয় অধিবাসী) জনগণ উদ্বিগ্ন হয়ে পড়েছে। উচ্ছেদ হওয়া অঞ্চলে নাগাদের উপস্থিতি স্থানীয়দের আরও আশঙ্কিত করে তুলছে।
দক্ষিণ নামবরে রবিবার উচ্ছেদের পর অনেক খিলঞ্জীয়া নাগরিক মন্তব্য করেন যে, ওই ভূমিতে নাগাদের নতুন করে আগ্রাসনের সম্ভাবনা প্রবল। তাঁরা সরকারকে অনুরোধ করেছেন যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং সেখানে অসম ব্যাটালিয়ানের ক্যাম্প স্থাপন করা হয়।