রামোজি ফিল্ম সিটির প্রধান রামোজি রাও আর নেই

৮ জুন : সংবাদ জগতে নক্ষত্র পতন। প্রয়াত মিডিয়া টাইকুন, রামোজি গ্রুপের চেয়ারম্যান, রামোজি রাও (Ramoji Rao Passes Away)। ভারতের অন্যতম ‘মিডিয়া ব্যারন’ তথা ইটিভি নেটওয়ার্ক এবং রামোজি ফিল্ম সিটির প্রধান ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ৫ জুন রামোজিতে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। তারপর থেকে সেখানেই চিকিৎসা চলছিল। যদিও শেষ রক্ষা হল না। শনিবার ভোর ৩টা ৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রামোজি রাওয়ের (Ramoji Rao) তৈরি ‘রামোজি ফিল্ম সিটি’ বিশ্বের বৃহত্তম সিনেমা সেট। ‘উষাকিরণ মুভিজ’ নামে একটি প্রযোজনা সংস্থারও মালিক ছিলেন এই প্রথমসারির ব্যবসায়ী। বিভিন্ন ভাষায় ছবি প্রযোজনা করেছেন। জাতীয় পুরস্কারেও সম্মানিত করা হয় তাঁকে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ। তেলুগু সংবাদমাধ্যম এবং বিনোদন জগতে তাঁর উল্লেখযোগ্য অবদানের কথাও উল্লেখ করেছেন অনেকে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Author

Spread the News