রামনগরের বাইপাসে মাদকসহ আটক ১

বরাক তরঙ্গ, ২৭ জুন : কাছাড় পুলিশ শিলচর থানার আওতাধীন রামনগরের বাইপাসে অভিযানে নেমে বিশাল সাফল্য পেল। অভিযানে  মণিপুরের চুরাচাঁদপুর থেকে আসা একটি গাড়ি আটক করে। গাড়িটি আটক করে জংমিনিয়েন বাইতে (২২)। তার ঘর চুরাচাঁদপুরে।

পুঙ্খানুপুঙ্খ তল্লাশির সময় পুলিশ দল যানবাহনের বিশেষভাবে তৈরি চেম্বারে লুকিয়ে রাখা প্রায় ১.১০৯ কিলোগ্রাম ওজনের ১০০ সাবানের কেসে উদ্ধার করে হেরোইন। কালোবাজারে এই সাইকোট্রপিক পদার্থের দাম প্রায় ৫.৫৫ কোটি টাকা।

রামনগরের বাইপাসে মাদকসহ আটক ১

সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থলে পরিচালিত পরীক্ষায়, মাদক সনাক্তকরণ কিটে হিরোইনের উপস্থিতি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে সাইকোট্রপিক পদার্থটি মণিপুরের চুরাচাঁদপুর থেকে অবৈধভাবে পরিবহন করা হয়েছিল। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

Spread the News
error: Content is protected !!