রামকৃষ্ণনগর সমজেলা নয়া আয়ুক্ত নীলোৎপল

পিএনসি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ৩১ মার্চ : রামকৃ্ষ্ণনগর সমজেলার আয়ুক্ত ধ্রুবজ্যোতি দেবকে দিসপুর সচিবালয়ের আবাসন ও নগর বিষয়ক বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে৷ দেবের জায়গায় শালবাড়ির অতিরিক্ত জেলা আয়ুক্ত নীলোৎপল পাঠককে রামকৃষ্ণনগরে সম জেলার আয়ুকত পদে বদলি করা হয়েছে।
শুক্রবার দিসপুরে জারি করা এক আদেশে কোকরাঝাড়ের সহকারী কমিশনার রাশিকা ইসলামকে একই পদে শ্রীভূমিতে বদলি করা হয়েছে।

সরকার অপর এক আদেশে দিসপুরে সচিবালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছয় আইএএস অফিসারকে জুনিয়র প্রশাসনিক গ্রেডে উন্নীত করেছে। এই ছয় কর্মকর্তা হলেন নীরা দওলাগুপু, গায়ত্রী বরী, রীনা মেচ, টিডিটি দওলাগুপু, মাহমুদ হাসান ও দীপা দাস।