রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির বস্ত্র বিতরণ
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বড়খলা বিধানসভা কেন্দ্রের চন্দ্রনাথপুর এলাকার প্রত্যন্ত অঞ্চলের রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির পরিচালিত এগারোটি শিক্ষাকেন্দ্রের কচিকাঁচা পড়ুয়াদের ও তৎসঙ্গে তাদের অভিভাবকদের হাতে নতুন বস্ত্র তুলে দেন সংস্থার কর্মকর্তারা। সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন কেন্দ্রের প্রায় আটশো পড়ুয়ার মধ্যে নতুন জামাকাপড় ও অভিভাবকদের মধ্যে শার্ট ও শাড়ি বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ করা হয় ধলছড়া, বালিরবন্দ, আটগ্রাম, কালীবাড়ি, সোনাছড়া, নূতনলাইন, চন্দ্রনাথপুর এমই স্কুল, চন্দ্রনাথপুর রেলওয়ে স্টেশন, ইটখোলা, পানিছড়া ও চইলতাছড়ায়। সোসাইটির বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যেসব সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেগুলি হলো ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশন, শ্রীশ্রী হরিসভা দুর্গাপূজা কমিটি শিলচর, এসকে এন্টারপ্রাইজ গুয়াহাটি এবং ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকে আরও অনেক শুভানুধ্যায়ীরা।
সোসাইটির সম্পাদক সুপ্রদীপ দত্ত রায় এদিন প্রত্যেকটি সংস্থা ও ব্যক্তিদের এই কর্মকাণ্ডে শামিল হওয়ার জন্য সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। বিভিন্ন সংস্থা সহ যারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা যথাক্রমে সংস্থার পক্ষ থেকে যাদব সাহা, প্রদীপ রায়, মহুয়া দাশ, বিবেক দাস, ইন্দ্রাণী পাল, ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্বরাজ চক্রবর্তী, বিশিষ্ট কবি স্মৃতি দাস ও সাংস্কৃতিক কর্মী কানাইলাল দাস প্রমুখ।
সম্প্রতি শ্রীশ্রীহরিসভা দূর্গাপূজা কমিটির সহযোগিতায় শিলচরের স্বামী বিবেকানন্দ শাখা, চলিতাকান্দি, বৌলাবস্তি, লাংলাছড়া, ব্রেননগর ও চিরিপুল শাখায় একই ভাবে বস্ত্র বিতরণ করা হয়। ওইদিন সংস্থার সদস্য ছাড়াও শ্রীশ্রীহরিসভা দুর্গাপূজা কমিটির সম্পাদক সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত থেকে শিবির পরিচালনায় সহযোগিতা করেন।