মানবপাচার প্রতিরোধ ও ডাইনিবিদ্যা নির্মূলকরন সম্পর্কে সচেতনতামূলজ র‍্যালি ও সভা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : শিলচর মেহেরপুরের শিলচর রুয়াল আইসিডিএস প্রকল্পের কার্যালয় থেকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও শিলচর রুরাল আইসিডিএস প্রকল্পের সকল স্তরের কর্মচারীদের যৌথ ব্যবস্থাপনায় মানবপাচার প্রতিরোধ ও ডাইনিবিদ্যা নির্মূলকরন সম্পর্কে সচেতনতা বিষয়ক র‍্যালির মাধ্যমে সিডি হোম পাঠশালা স্কুলে সচেতনতা সভার আয়োজন করা হয়। সোমবার সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বিজয়কুমার বরুয়া, ডিএলএস-র পিএলবি সাবানা লস্কর, আইনজীবী নিরুপম দত্ত প্রমুখ।  বক্তব্যে বিজয়কুমার বরুয়া বলেন, মানব পাচার এবং ডাইনিবিদ্যা দু’টি ভিন্ন সমস্যা হলেও, উভয়ই সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। এই সমস্যাগুলো মোকাবিলা করার জন্য সচেতনতা বৃদ্ধি, শিক্ষা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এই দু’টি বিষয় নির্মূল করার জন্য সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

মানবপাচার প্রতিরোধ ও ডাইনিবিদ্যা নির্মূলকরন সম্পর্কে সচেতনতামূলজ র‍্যালি ও সভা

আইনজীবী নিরুপম দত্ত বলেন, কুসংস্কার ও ডাইনিবিদ্যার নামে নারীদের উপর অত্যাচার ও হয়রানির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে।সেই সঙ্গে, সমাজে কুসংস্কার ও লিঙ্গ বৈষম্য দূর করে নারীর প্রতি শ্রদ্ধাশীল একটি সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। সাবানা লস্কর বলেন, ডাইনি অপবাদ দিয়ে নারীদের উপর নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। এদিনের সভাটি পরিচালনায় ছিলেন সুমিতা দেব (রায়) এবং অন্যান্যদের উপস্থিত ছিলেন স্বপ্ননীল ঠাকুরিয়া, ইন্দিরা বর্মন, চন্দ্রিকা নাগ, সুমিতা ভট্টাচার্য্য, মালা দেব, জাহানারা খান, শর্মিলা দেব, অপু সাহা, রাজু রায়, চান্দিনী থাউসেন, রাজেশ ঘোষ, জেনিফা লস্কর সহ শিলচর রুয়েল আইসিডিএস প্রকল্পের অধীনে থাকা কর্মী ও সহায়িকারা।

মানবপাচার প্রতিরোধ ও ডাইনিবিদ্যা নির্মূলকরন সম্পর্কে সচেতনতামূলজ র‍্যালি ও সভা
Spread the News
error: Content is protected !!