রকিবুল হামলা : শিলচরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ কংগ্রেসিদের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : সাংসদ রকিবুল হোসেন ও তাঁর নিরাপত্তা কর্মীর উপর আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল শিলচর জেলা কংগ্রেসের। শুক্রবার অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার উপস্থিতিতে রূপহিহাটের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল বের হয়।  জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল কংগ্রেস কর্মীদের প্রতিবাদী মিছিলটি পুলিশসুপার কার্যালয়ে পৌঁছে ঘেরাও করা হবে এমন কর্মসূচি হাতে নিয়ে ছিলেন নেতৃবৃন্দরা। কিন্তু মিছিলটি পুলিশসুপার কার্যালয়ের গেটে আটকে দেয় পুলিশ। মিছিল আটকে দেওয়ার সময় এক প্রকার খণ্ড যুদ্ধ হয় পুলিশ ও কংগ্রেসিদের মধ্যে।

রকিবুল হামলা : শিলচরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ কংগ্রেসিদের

বিক্ষোভ চলাকালীন দলের প্রদেশ সভাপতি ভূপেন বরা বলেন, বৃহস্পতিবার ধুবড়ি সাংসদ রকিবুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর দুষ্কৃতীরা যে হামলা চালিয়েছে তার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানাশ জেলা কংগ্রেস। একজন অসম পুলিশকে যেভাবে লাথি মেরেছে তা অসমকে লাথি মারা সমান বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, একজন খাকি পোশাকের উপর যে ভাবে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে এটা কংগ্রেস কোনমতে মেনে নিতে পারবে না। কারণ জনগণ পুলিশের ভরসায় শান্তিতে বসবাস করতে পারছে দেশে। অসমে জঙ্গলরাজ চলবে না।  বরা অসম পুলিশের সঞ্চালক কাছে দাবি রাখেন এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের অতিসত্বর গ্রেফতার করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে।

রকিবুল হামলা : শিলচরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ কংগ্রেসিদের

Author

Spread the News