বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখি উৎসব বিকাশ পরিষদ করিমগঞ্জ শাখার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : ভারত বিকাশ পরিষদ করিমগঞ্জ শাখার উদ্যোগে শনিবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে বিএসএফের ১৬ নম্বর বাহিনীর জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। মহিলা বিএসএফ ক্যাম্পে সংস্থার মহিলা সদস্য বোনেরা বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন । 

দেশ রক্ষা করার জন্য বিএসএফের জওয়ানরা বহু দূর দূরান্ত থেকে সীমান্ত এলাকায় এসে দায়িত্ব পালন করে চলেছেন। দেশ ও দেশ মাতৃকাকে রাখার জন্য তারা মা-বাবা স্ত্রী-সন্তানসহ আত্মীয় স্বজনদের কাছ থেকে অনেক দূরে থাকেন। সে কারণেই তাদের আপন করে নেওয়ার লক্ষ্যে ভারত বিকাশ পরিষদের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবের দিনে প্রতিটি বিএসএফ জওয়ান ও অফিসারের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের প্রতি সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়েছে বলে জানান পরিষদের কর্মকর্তারা। বিএসএফ ক্যাম্পে জওয়ানের হাতে রাখি পরিয়ে দিয়ে প্রত্যেককে ভাই হিসেবে বরণ করে নেওয়ার পর রাখি পূর্ণিমার দিনে সংঘটনের এহেন কার্যসূচির দরুন নিজের ঘর ছেড়ে অন্য রাজ্যে কর্তব্যরত রয়েছেন মনে হচ্ছে না মন্তব্য করেন বিএসএফ এর মহিষাশন বিওপি কোম্পানি কমান্ডার  ইন্সপেক্টর বিজয় কুমার।

Spread the News
error: Content is protected !!