সোনাই এমএলএ কাপের ফাইনালে রাজগোবিন্দপুর
শামিম, বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : সোনাই ফুটবল অ্যাকাডেমির আয়োজিত এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনানে স্থান করে নিল রাজগোবিন্দপুর এফসি। শুক্রবার সোনাই এনজি এইচএস স্কুলের মাঠে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে এম এম বাজাজ এফসি-কে। হাড্ডাহাড্ডি লড়াই করলেও কোন দলই গোল করতে পারেনি। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাজগোবিন্দপুর এফসির লাহুনা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন পিঙ্কু আহমেদ।

এ ছাড়া সেরা ডিফেন্ডার পুরস্কার পান মালসাওনা, পুরস্কার প্রদান করেন মিঠুনকুমার দাস, সেরা লিংকম্যান পুরস্কার পেয়েছেন ধ্রুব। তাঁর হাতে পুরস্কার তুলে দেন শেকন বড়ভূইয়া, সেরা উদীয়মান খেলোয়াড় পুরস্কার পান ইমানুয়েল, পুরস্কার তুলে দেন জুনু বাবু লস্কর
ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ, জাফর বড়ভূইয়া, ইজাজ আহমেদ ও আবুল হাসান লস্কর