প্রতিমা নিরঞ্জনে বৃষ্টি ভেজা সড়কে দর্শনার্থীদের ঢল শিলচরে

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : আবহাওয়া প্রতিকূল! কখনও ভারি আবার কখনও হালকা বৃষ্টি। কিন্তু এসব উপেক্ষা করে বৃষ্টি ভেজা সড়কে দর্শনার্থীদের ঢল নেমেছে শিলচর শহরে। দর্শনার্থী সহ বিভিন্ন পূজা কমিটির মানুষ প্রহর গুনছেন বৃষ্টি থামার। পরিস্থিতি প্রতিকূল থাকুক বা অনুকূল বিজয়া দশমীর উৎসবটি কোনভাবেই হাতছাড়া করতে চাইছেন না অনেকেই। বৃহস্পতিবার শিলচর শহরে আনন্দ উল্লাস, বিষাদ অশ্রুভরা নয়নে মাকে বিদায় দিলেন সনাতন ধর্মাবলম্বীরা।

বিজয়া দশমী উপলক্ষে শিলচর শহরে প্রত্যেকটি পুজোমণ্ডপ কমিটির কর্মকর্তারা ঢাক ঢোল বাজি পটকা ও নৃত্য প্রদর্শন সহ আনন্দ-উল্লাসে দুর্গা প্রতিমাকে নিয়ে শিলচর সদরঘাট বিসর্জন হাজির হতে দেখা যায়।
এ দিকে, প্রতিমা নিরঞ্জন দেখতে শিলচর শহরের বিভিন্ন পয়েন্টে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পানীয়জল বিতরণ করা হয়।
এদিকে, প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়। শিলচর সদরঘাটে বিজয়া দশমী দিনে শিলচর শহরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য শিলচর শহরের প্রত্যেকটি পয়েন্টে বিশাল পুলিশ বাহিনী ও অর্ধ সামরিক বাহিনী মোতায়ন করা হয়