অষ্টমীতেও বৃষ্টি, পড়তে পারে বাজও!

৩০ সেপ্টেম্বর : আজ অষ্টমীতে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতায়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিকেল, এমনকি রাতেও। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ৩০-৪০ KM বেগে হাওয়া বইতে পারে। পাশাপাশি বাজও পড়তে পারে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, নবমী এবং দশমীতে শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
