সোনাই প্রিমিয়ার লিগে রাহুল জিতালো এফআর ফিরোজ দলকে
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ও রিট টিভিএসের সহযোগিতার আয়োজিত স্টিল কর্নার সোনাই প্রিমিয়ার লিগ ম্যাচে ৩৫ রানে জিতল এফআর ফিরোজ সোনাই। তারা হারিয়েছে ইলেভেন ফাইটারকে। সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিয়োগিতার চতুর্থ ম্যাচে ইলেভেন ফাইটার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। দলের এর হয়ে রাহুল লস্কর সর্বোচ্চ ১২৯ (৪২), এসএম জাকারিয়া ৩২ ও হামিদ চৌধুরী ৩০ রান করেন। এলিভেন ফাইটারের হয়ে, ঝলক লস্কর, সঞ্জু গোয়ালা ও সাহিদ আহমেদ ১টি করে উইকেট নেন। ২৫৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমে এলিভেন ফাইটার ১৮ ওভার ৪ বলে ২১৭ রানের মাথায় সবকটি উইকেট হারিয়ে দেয়। দলের হয়ে সর্বোচ্চ তাহিল খাল ১০৮ রান করেন। এছাড়াও ভাল রান পান আশরাফুল আলম ৩১, কিশোর দাস ২৮, সুলতান বড়ভূইয়া ২৬ রান করেন। এফআর হিরোজ এর হয়ে সাইদুল রাজ খান ৪, চন্দন রবিদাস ২, রাহুল লস্কর ২ ও আলি আহমেদ লস্কর ১ টি করে উইকেট লাভ করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান এফআর হিরোজের রাহুল লস্কর। তার হাতে আকমল মোবাইল ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন আম্পায়ার প্রাক্তন ক্রিকেটার মনোজকুমার দাস। ম্যাচের সর্বোচ্চ সিকসার এটু ইয়াম্মি ভাইটস-এর পুরস্কার লাভ করেন এলিভেন ফাইটারের তাহিল খান। তাঁর হাতে পুরস্কার তুলে দেন রশিদ আহমেদ। সূচি অনুযায়ী শনিবার খেলবে আরএফ ফাউন্ডেশন এবং এএসইবি ক্লাব।