রাধাপ্যারি জিপির ৫ নম্বর গ্রুপে রন্টু বর্ধনের স্ত্রীকে বিজেপি প্রার্থী করার জোরালো দাবি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : নির্বাচন কমিশন রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সরগরম পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন পঞ্চায়েত এলাকার নেতাকর্মীরা নিজেদের রণকৌশল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছেন। পিছিয়ে নেই পাথারকান্দি কেন্দ্রও। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দলীয়ভাবে প্রার্থী নির্বাচনের তোড়জোড়।

এই পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় লোয়াইরপোয়া ব্লকের রাধাপ্যারি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর গ্রুপের রমাচরণ নাথের বাড়িতে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। সভায় প্রায় তিন শতাধিক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় প্রাক্তন গ্রুপ সদস্য ও বিজেপি কর্মী রন্টু বর্ধনের স্ত্রী মালতি বর্ধনকে আসন্ন নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করার দাবি জানানো হবে।

রাধাপ্যারি জিপির ৫ নম্বর গ্রুপে রন্টু বর্ধনের স্ত্রীকে বিজেপি প্রার্থী করার জোরালো দাবি

স্থানীয়দের মতে, গত পাঁচ বছর ধরে ওয়ার্ড সদস্য হিসেবে রন্টু বর্ধন জনগণের সেবা করে বিশেষ সুনাম অর্জন করেছেন। তাঁর প্রচেষ্টায় এলাকার বিদ্যুৎ, রাস্তা, পানীয়জলসহ বিভিন্ন সরকারি সুবিধার উন্নয়ন সাধিত হয়েছে। এবারের নির্বাচনে আসনটি এসসি মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায়, রন্টু বর্ধনের স্ত্রীকে প্রার্থী করা হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে স্থানীয়রা মনে করছেন।

Author

Spread the News