রাধামাধব কলেজের লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম অম্বিকাপুর এলপি স্কুলে

বরাক তরঙ্গ, ২৮ জুন : পড়ুয়াদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি করতেই প্রতিবছর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের উদ্যোগে আমরা লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম আয়োজন করে থাকি, এবছরও তার ব্যতিক্রম হয়নি। মূলতঃ কলেজ অধ‍্যক্ষ দেবাশিস রায়ের আন্তরিক সহযোগিতায় আজকের দিনে আমরা এই প্রোগ্রাম আয়োজন করতে সক্ষম হয়েছি। আমরা তারজন্য আমাদের কলেজ অধ্যক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। শুক্রবার শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের উদ্যোগে শিলচর মেহেরপুরস্থিত ২৫২ নম্বর অম্বিকাপুর এলপি স্কুলে আয়োজিত লাইব্রেরি লিটারেসি প্রোগ্রামে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন কলেজ লাইব্রেরিয়ান তথা আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী। 

পড়ুয়াদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতেই আমাদের এমন উদ্যোগ : সোনালি চৌধুরী_____

এদিন স্কুলের প্রধান শিক্ষক স্বপন দাসের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে শতাধিক পড়ুয়াদের হাতে বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে স্কুলে লাইব্রেরি তৈরির জন্য কিছু মূল্যবান পুস্তকও তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের হাতে । ছাত্র ছাত্রীরা যাতে ঐসব বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে ঐসব বই তুলে দেওয়া হয়েছে আমাদের তরফে, মন্তব্য করেন ড. সোনালি চৌধুরী। তিনি স্কুল কর্তৃপক্ষকে উক্ত প্রোগ্রাম সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান। 

রাধামাধব কলেজের লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম অম্বিকাপুর এলপি স্কুলে

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাইব্রেরি বিভাগের কর্মচারী যথাক্রমে গ্যালিম গ্যাংমাই, কমলেশ দাশ ও উজ্জ্বল কর্মকার, শিক্ষিকা যথাক্রমে সুচিত্রা নাথ, মৌমিতা চন্দ, কল্পা ভট্টাচার্য, সুদীপা কংস বণিক, রুমা রায়, ইমন পারভিন চৌধুরী, আরিফা সুলতানা মজুমদার, অঙ্গনবাড়ি কর্মী লাকী দেব, মনিকা গুপ্ত, পূর্ণিমা বিশ্বাস প্রমুখ ।

Author

Spread the News