হাইলাকান্দিতে রবীন্দ্র নৃত্য কর্মশালায় আসছেন প্রশিক্ষক সুমিত বসু

বরাক তরঙ্গ, ৯ জুন : আগামী ২১ ও ২২ জুন সংস্কার ভারতীর হাইলাকান্দি জেলা শাখা ও হাইলাকান্দি সঙ্গীত মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে ও সদ্য প্রতিষ্ঠিত যুব বিভাগ, শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি, হাইলাকান্দির সহযোগিতায় দুদিনব্যাপী এক ‘রবীন্দ্র ভাব নৃত্য কর্মশালা’র আয়োজন করা হয়েছে। কর্মশালাটি অনুষ্ঠিত হবে  হাইলাকান্দির শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গনে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম বাংলার শান্তিনিকেতন বিশ্বভারতীর, রবীন্দ্রসঙ্গীত বিভাগ (নৃত্য ও নাট্য), সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমিত বসু। কর্মশালার ২১ জুন বিকেল ৩ টায় সময় শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির নাটমন্দিরে উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে কর্মশালার প্রথম প্রশিক্ষণ পর্ব। ২২ জুন সকাল ও বিকেলে থাকবে আরও দু’টি প্রশিক্ষণ পর্ব। হাইলাকান্দি শহর তথা শহরের বাইরে থেকেও বিভিন্ন বয়সের রবীন্দ্র নৃত্যানুরাগী ছাত্রছাত্রীরা কর্মশালায় অংশ গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন সংস্কার ভারতীর হাইলাকান্দি জেলা শাখার সম্পাদক ড০ অভিজিৎ মিত্র।  কর্মশালায় অংশগ্রহণ করতে হলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ৯৪০১০৮৩১৪৮, ৭৬৩৭৯৫১৩০৭। অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদান করা হবে বলে জানান হাইলাকান্দি শাখার নৃত্য প্রমুখ মিতালি চক্রবর্তী। এছাড়াও জেলার বিভিন্ন এলাকার নৃত্য প্রশিক্ষক দের কর্মশালায় উপস্থিত হতে অনুরোধ জানানো হয়েছে।

হাইলাকান্দিতে রবীন্দ্র নৃত্য কর্মশালায় আসছেন প্রশিক্ষক সুমিত বসু
Spread the News
error: Content is protected !!