শিলচর গভঃ বয়েজ স্কুলের প্রাক্তন অধ্যক্ষা রাবেয়া খানম প্রয়াত
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : শিলচর গভঃ বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষা তথা মধুরবন্দ উমর চৌধুরীলেনের বাসিন্দা রাবেয়া খানম আর নেই। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর জানাজার নামাজ আগামীকাল সোমবার সকাল সাড়ে নয়টায় মধুরবন্দ গাংগপার ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর দেড়টায় শ্বশুরালয় ভাগা রাজঘাটে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানে কবরস্থ করা হবে।
তিনি রেখেগেছেন স্বামী হাজি সাদুল্লা চৌধুরী, তিন বিবাহিতা মেয়ে ও একমাত্র ছেলে জাহির রেজওয়ান চৌধুরী। জাহির রেজওয়ান সমবায় বিভাগের সিনিয়র ইন্সপেক্টর।

